মঞ্চের গায়ে সাঁটানো পোস্টারে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’। কোনও পোস্টারে লেখা আছে, ‘দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।’ কোনও পোস্টারে আবার লেখা আছে, ‘জাস্টিস ফর RG কর।’ আর সেইসব পোস্টারের সামনে দাঁড়িয়েই এক মহিলার চটুল গানে নৃত্যের ভিডিও (সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপির কর্মসূচিতে এরকম ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে অভিযোগ তৃণমূলের। এক্স হ্যান্ডেলে এবার ভিডিও পোস্ট করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর প্রশ্ন, ‘এভাবেই কি মহিলাদের সম্মান করার কথা বলে বিজেপি’? রিটুইট করে সাকেত লেখেন, ‘লজ্জাজনক! অভিযোগ উঠেছে, আরজি কর (মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের) ঘটনার প্রতিবাদে বাংলায় যে কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি, সেখানকার দৃশ্য এটা। বিজেপি কি এভাবেই মহিলাদের সম্মান প্রদর্শন করে?’যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। সঙ্গে কটাক্ষ, ‘বাংলা পড়তে বা লিখতে পারেন না, এমন লোককে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার পাঠান, তাহলে এরকমই হবে’।