জেলা

চোপড়ায় গুলিবিদ্ধ ৪ তৃণমূলকর্মী, মৃত ২

এদিন দুপুরে চোপড়ার দিঘাবানা এলাকায় তৃণমূল পার্টি অফিসেই বৈঠকে বসেছিলেন বুথ কমিটির সদস্যরা। অভিযোগ, বৈঠক চলাকালীন দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। এরপরই এলোপাথারি গুলি চলে! গুলিবিদ্ধ হয় ৪ জন। সকলেই তৃণমূলকর্মী।  জানা যায়, পঞ্চায়েতে প্রার্থী বাছাইকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের। মৃতরা হলেন ফয়জুল রহমান (৫৪), হাসু মহম্মদ। ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ফয়জুলকে মৃত ঘোষণা করেন। উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসু-র। ঘটনায় আহত আরও ২। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।