রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতেই আপত্তি রাজ্যের শাসক দলের। তাদের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রথম দফা ভোটের আগের দিন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাত পোহালেই উত্তরের তিন জেলায় ভোটের দামামা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। এর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটপ্রচার-সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা থাকে। এমন পরিস্থিতিতে ১৮ এবং ১৯ তারিখ কোচবিহার যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল। কমিশনের অনুরোধে সেই যাত্রা স্থগিত রাখেন তিনি। এর মাঝেই আরেক ভোটমুখী জেলা আলিপুরদুয়ারে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগ নিয়েই তৃণমূলের ঘোর আপত্তি।