ভোটগ্রহণ শুরুর পর থেকেই কৃষ্ণনগর লোকসভার একাধিক বুথে দফায় দফায় অশান্তি। আহত একাধিক সিপিএম কর্মী। আজ সকালে তেহট্টের থানারপাড়া থানা এলাকায় একটি বুথে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুইপক্ষের মধ্যে ঝামেলার পর হাতাহাতি শুরু হয়। তা থেকেই মাথা ফেটে যায় এক বাম কর্মীর। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে থানারপাড়া থানার পুলিশ।অন্যদিকে নাকাশিপাড়া আড়ারবেঘিয়া গ্রামের একটি বুথের পাশে সিপিএম কর্মীদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অশান্তি এমন পর্যায়ে পৌঁছয়, দুই পক্ষ ব্যাপক মারধর করে। তাতে মাথা ফাটে এক বাম কর্মীর। যদিও দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি চাপড়ায় এক সিপিএম এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে।