কলকাতা

‘পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীদের দলে ফেরানো হবে না’, কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর জন্য বঙ্গ জননী বাহিনীকে প্রতিটি বুথে পৌঁছনোর নির্দেশ

দলীয় নির্দেশকে অমান্য করে যারা বিজেপি-সহ বিরোধীদের সুবিধা করে দিতে নির্দল হয়ে পঞ্চায়েত ভোটে লড়ছেন সেই বিশ্বাসঘাতকদের জন্য তৃণমূলের দরজা আজীবনের জন্য বন্ধ থাকবে বলে শনিবার জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে এদিন দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকে নির্দলদের সম্পর্কে কড়া মনোভাবের কথা জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘যারা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাদের ভবিষ্যতে দলে ফেরানো হবে না। কেউ যদি ভাবেন তার সিদ্ধান্ত দল মেনে নেবে,  সে ভুল ভাবছেন। দলে ফেরানোর কোনও প্রশ্ন নেই।’ আসন্ন পঞ্চায়েত ভোটে দলীয় রণকৌশল কী হবে, প্রচার কীভাবে চালানো হবে, প্রচারে কোন-কোন বিষয়ের ওটপরে জোর দেওয়া হবে তা নিয়ে দলের প্রথম সারির নেতাদের বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৫৫ নেতা উপস্থিত ছিল। বিকেল চারটে নাগাদ শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকের শুরুতেই দলীয় নির্দেশ অমান্য করে নির্দল হয়ে ভোটে দাঁড়ানো নেতা-কর্মীদের সম্পর্কে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, দলের কোন-কোন বিধায়ক-নেতা নির্দলদের পিছনে ইন্ধন জোগাচ্ছেন তা খুঁজে বের করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সব নেতাদেরও যে রেয়াত করা হবে না, তাও স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি বিধানসভা ভোটের মতো গ্রাম বাংলার ভোটের বৈতরণী পার হতে মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর জন্য বঙ্গ জননী বাহিনীকে প্রতিটি বুথে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের মহিলা শাখার প্রধান চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও মালা রায়কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গ জননী বাহিনীকে আরও সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়েছে।