কলকাতা

গণনা কেন্দ্রের করোনা-বিধিতে ত্রুটি রয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

গণনাকেন্দ্রে নির্বাচন কমিশনের ঠিক করা করোনা-বিধিতে ত্রুটি রয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের দাবি, কোভিড নিয়ে কমিশনের নির্দেশ সকলের জন্য এক হওয়া উচিত। অথচ কমিশনের নির্দেশিকায় তার সুস্পষ্ট কোনও ব্যাখ্যা নেই। ওই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে। এই পরিস্থিতিতে বুধবার গণনাকেন্দ্রের জন্য বেশ কিছু নির্দেশ জারি করে কমিশন। বলা হয়, গণনাকেন্দ্রের ভিতরে যে সব রাজনৈতিক দলের এজেন্ট ও প্রার্থী থাকবেন, তাঁদের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক। অথবা দু’টি ডোজ নেওয়া হয়েছে এমন প্রমাণ দিতে হবে। সৌগত বলেন, ”কমিশনের নির্দেশে শুধুমাত্র রাজনৈতিক দলের এজেন্ট এবং প্রার্থীদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পোলিং অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর জন্য এই নিয়মের কোনও উল্লেখ নেই। অথচ কোভিড-বিধি নিয়ে সকলের জন্য এক নিয়ম হওয়া উচিত।” কমিশন অবশ্য তৃণমূলের প্রতিনিধিদের জানিয়েছে, পোলিং অফিসারদের আগেই টিকা দেওয়া হয়েছে। তবে তাঁরা সকলে দু’টি ডোজ পেয়েছেন কি না তার রিপোর্ট সংশ্লিষ্ট জেলাশাসকের কাছ থেকে নেওয়া হবে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ‘সদুত্তর’ দিতে পারেননি বলে অভিযোগ সুব্রতর।