তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর৷ মঙ্গলবার দিবালোকে মুড়ি-মুড়কির মত বোমাবাজি , গুলির লড়াইয়ে আহত কমপক্ষে ৬ জন ৷ দুবরাজপুরের গাঁড়া গ্রামে ব্য়াপক বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে আটক করা হয়েছে। এদিন যোজনার আওতায় থাকা বাড়িগুলি পর্যবেক্ষণের কাজ শুরু করে প্রশাসন ৷ এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি মুকুল মণ্ডল ও কার্যকরী অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বহুদিনের ৷ এদিন এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ঘনিষ্ঠদের বাড়ি পর্যবেক্ষণ করার নির্দেশ দিলে ঝামেলার সূত্রপাত হয় ৷ যা আকার নেয় গোষ্ঠী সংঘর্ষের ৷ ইট-পাটকেলে শুরু হলেও সময় গড়াতেই শুরু হয় গুলির লড়াই ৷ ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম ৷ অনতিপরে শুরু হয় বোমাবাজি ৷ কমব্যট ফোর্স-সহ বিরাট পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। ঘটনায় দু’পক্ষের ৬ জন জখম হয় ৷ এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর ৷ তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।