শুধুমাত্র দলের প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায়
তৃণমূল মা-মাটি-মানুষের দল। সেই দলে বৈভব মানায় না। তাই, আগামী দিনে দলের লক্ষ্যই হবে বৈভব হ্রাস করা। আজ জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি এও বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনওরকম ব্যক্তি প্রচার চলবে না। শুধুমাত্র দলের প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ায়।এদিন ঘাসফুলের সদর দফতরে বসেছিল জাতীয় কর্মসমিতির বৈঠক। এদিনের বৈঠকে তরুণ তুর্কি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজ্য-রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কর্মসমিতির এদিনের বৈঠক থেকে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল শীর্ষ নেতৃত্বের লক্ষ্য তরুণ প্রজন্ম। জগাই-মাধাই-গদাই অর্থাৎ সিপিএম-বিজেপি এবং কংগ্রেসের আঁতাতের বিরুদ্ধে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়তে গেলে দরকার বর্তমান প্রজন্মকে। পাশাপাশি দরকার প্রবীণদের। দল কীভাবে কোন পথে এগোবে, সে ব্যাপারে প্রবীণদের পরামর্শ চাওয়া হবে। সূত্রের খবর, দলনেত্রী এদিন জানিয়েছেন, ‘গরিবের দল তৃণমূল, বৈভব কমাতে হবে। নবীন-প্রবীণ সবাইকে নিয়ে চলতে হবে। দলে নতুন-পুরনোদের মধ্যে সমন্বয় রক্ষা করে চলতে হবে’। তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।