কলকাতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরাবুল ইসলাম

তোলাবাজির অভিযোগে আরাবুল ইসলাম গ্রেফতার। ভাঙড় থেকেই তৃণমূল আরাবুল গ্রেফতার। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবেই পরিচিত আরাবুল। নির্বাচনের সময় বিশেষ করে অহরহ খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেই আরাবুলকেই গ্রেফতার করল পুলিশ। তোলাবাজির অভিযোগ জমা পড়ে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। এর পর তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।  লালবাজারে তাঁকে নিয়ে আসা হয়েছে।  শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলে খবর। ভাঙড়ের নেতা আরাবুলকে গ্রেপ্তারি নিয়ে অবশ্য কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ”আরাবুলকে পুলিশ ধরেছে! লালবাজারে নিয়ে গিয়েছে বিরিয়ানি খাওয়াতে। পরে ঠিক ছেড়ে দেবে।”