জেলা

শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান

শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় ৷ লালাবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লালাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় বাইকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পায়ে গুলি লাগে । তবে কে বা কারা প্রধানকে লক্ষ্য করে গুলি করে সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখান থেকে কোচবিহারে রেফার করা হয়েছে ৷ বর্তমানে কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন তিনি । নির্বাচন আবহে এই শীতলকুচিতে পঞ্চায়েত প্রধানের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে আঙুল তুলছে ৷ 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন ছিল কোচবিহারে ৷ মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ৷ বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূণ হয়েছে ৷ এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷