কলকাতা

আসানসোলের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। আসানসোলে শুভেন্দুর কম্বল বিলির অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেফতারের দাবি জানাল তৃণমূল। প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার ডিসেম্বরে ‘ধামাকা’ হবে বলে মন্তব্য করেছিলেন। এমনকি ডিসেম্বর মাসের তিনটি তারিখও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে বড় কিছু ঘটবে বলে মন্তব্য করেছিলেন তিনি। আর তাৎপর্যপূর্ণভাবে ১২ ডিসেম্বর বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে থাকাকালীন সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর ১৪ তারিখ অর্থাৎ বুধবার আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শিশু-সহ তিন জনের। জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭ জন। বুধবার শুভেন্দুর সভায় তিন জনের মৃত্যুর পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।