জেলা

নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, গ্রেফতার ৯

আবারও বিরোধীদের চক্রান্তের শিকার হল বাংলার শাসক দল তৃণমূল। শনিবার রাতে নদিয়া জেলার তেহট্ট মহকুমার করিমপুর-২ ব্লকের নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হাসিবুল মণ্ডলকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর বাড়ি নারায়ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের তিয়ারপুর গ্রামে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্রাম্য বিবাদের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে বিরোধীদের চক্রান্ত আছে। তাঁদের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় আগে বাম ও কংগ্রেসের ভাল প্রভাব ছিল। কিন্তু পরে সেখানে তৃণমূলের আধিপত্য প্রতিষ্ঠা পায়। এখন নিজেদের সেই হারানো জমি ফিরে পেতে পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতীদের কাজে লাগিয়ে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, সদস্য, নেতাকর্মীদের ভয় দেখাতে চাইছে তাঁরা। তার জেরেই গুলিবিদ্ধ হয়েছেন হাসিবুল। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই ৯জনকে গ্রেফতার করেছে।