কলকাতা

TMC Brigade : ব্রিগেডের মঞ্চের শেষ প্রান্ত পর্যন্ত র‍্যাম্প, জনতার মাঝেই পৌঁছে যাবেন নেতারা, এমন বিরাট জনসভা আগে দেখেনি বাংলা!

আজ তৃণমূলের ব্রিগেড। ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’। ব্রিগেডে রেকর্ড জমায়েতের চ্যালেঞ্জ তৃণমূলের।ব্রিগেডে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি। রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৈরি বিশাল মঞ্চ। মঞ্চ থেকে তৈরি হয়েছে ৩০০ ফুট লম্বা র‍্যাম্প। তিনটি মঞ্চ থাকছে ব্রিগেডে।এই তিন মঞ্চ মিলিয়ে থাকবে প্রায়  ৬০০ নেতা-নেত্রী। ভিক্টোরিয়ার দিকে ব্রিগেডের দক্ষিণ দিকে বাধা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের সমান্তরাল থাকবে আরও দুটি মঞ্চ। মূল মঞ্চ থেকে মাঠের উত্তর দিকে প্রায় ৩৪০ ফুটের র‍্যাম্প। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষপ্রান্তে পৌঁছনোর জন্য একটি র‍্যাম্প। র‍্যাম্পের দৈর্ঘে ৩৪০ ফুট। এই র‍্যাম্প থেকে ডান হাতে এবং বাঁ হাতে ১০ মিটার করে এগোনর জন্য দু’টি জায়গা। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনও নেতা এই র‍্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা, তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। পূর্ব পশ্চিমেও থাকবে ১০ মিটারের র‍্যাম্প। মূল মঞ্চ – ৭২/২০*২ ফিটর‍্যাম্প – ৩৪০ ফিট রানিং ও ১৫০ ফিট ডানদিকে ও বাম দিকে আরও দুটো মঞ্চ ৬৮/২৪ ফিটগত কয়েকদিন ধরে বারবার চর্চা হয়েছে ব্রিগেড সমাবেশে তৃণমূল কংগ্রেসের মঞ্চ নিয়ে৷ বিশেষ করে মূল মঞ্চ থেকে দীর্ঘ র‍্যাম্প যা জনতার মাঝ বরাবর চলে গিয়েছে৷ নীল কার্পেটে সাজানো হয়েছে এই র‍্যাম্প। এছাড়া মূল মঞ্চ জুড়ে থাকছে একটা বিশালাকার ভিডিও ওয়াল। যেখানে ব্রিগেড সমাবেশের লাইভ স্ট্রিমিং দেওয়া থাকবে। এর সাথে এই জনগর্জন সভা উপলক্ষ্যে যে নানা ভিডিও তৈরি করা হয়েছে তাও থাকতে চলেছে। পূর্ব ভারতে এই ধরণের র‍্যাম্প কোনও রাজনৈতিক সমাবেশে প্রথম ব্যবহার বলে দাবি শাসক দলের। শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে ৬০০ জন তৃণমূল নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন,”ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷”