জেলা ভাইরাল

দায়িত্বজ্ঞানহীন সোশ্যাল মিডিয়া! আর জি কর কাণ্ডে রাজ্যের প্রাক্তন তৃণমূল মন্ত্রীর ছেলের নামে পোস্টটি সম্পূর্ণ ভুয়ো, জানাল রাজ্য পুলিশ

আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরে সমাজমাধ্যমে হাজারো কাল্পনিক আর ভিত্তিহীন গুজবের মধ্যে একটি ছিল, শুভদীপ সিংহ মহাপাত্র নামের একজন ইন্টার্ন নাকি ঘটনার পরদিন থেকেই নিখোঁজ, এবং তিনি নাকি রাজ্যের একজন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে। প্রভাবশালী পরিবারের সন্তান বলেই নাকি তাকে আড়াল করা হচ্ছে। শুভদীপের ছবি আগুনের মতো ছড়িয়ে গেল ফেসবুকে, ‘আসল দোষী’ হিসেবে। সোশ্যাল মিডিয়া বসে গেল বিচারসভা। আসল ঘটনা কী? এবার জেনে নিন- শুভদীপের বাড়ি বাঁকুড়ায়। তার বাবার নাম প্রবীর সিংহ মহাপাত্র। প্রবীর সিংহ মহাপাত্র একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। মধ্যবিত্ত এই পরিবারের সঙ্গে কোনও মন্ত্রীর কোনওরকম সম্পর্ক নেই। এবং, শুভদীপ নিখোঁজও নয়। ঘটনার দিন থেকে সে হাসপাতালেই ছিল। কোথাও যায়নি। কলকাতা পুলিশ তার সঙ্গে কথাও বলেছে তদন্ত চলাকালীন। তাই সমাজ মাধ্যমকে পশ্চিমবঙ্গ পুলিশের আবেদন দয়া করে এই সব গুজব ছড়াবেন না। রাজ্য পুলিশের পোস্টে লেখেন, “একটু ভেবে দেখতে অনুরোধ করি, কোনও কিছু না জেনে স্রেফ কল্পনা বা অন্য কোনও গভীর উদ্দেশ্য নিয়ে সাধারণ পরিবারের একজন তরুণ চিকিৎসকের বিরুদ্ধে এই প্রচার তার মনে কতটা প্রভাব ফেলতে পারে, কতটা সামাজিক অসম্মানের মুখে ফেলতে পারে তাকে এবং তার পরিবারকে। পরিস্থিতির সুযোগ নিয়ে মিথ্যে গুজব ছড়িয়েছেন যে সব তথাকথিত ‘সোশ্যাল ইনফ্লুয়েন্সার’, ছাড়া হবে না তাঁদের। কলকাতার টালা এবং বাঁকুড়ার সারেঙ্গা থানায় এফআইআর করা হয়েছে। আইনি ব্যবস্থা হবে। গুজব ছড়াবেন না প্লিজ”।