কলকাতা

বিধানসভায় কালো পোশাকে প্রতিবাদ ফিরহাদদের

আজই সেই ‘বঞ্চনা’ অস্ত্রে শান দিয়ে পাল্টা সভা তৃণমূলের। বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদে তৃণমূল বিধায়করা। তিনদিন ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। শাসকদলের দাবি, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করা হয়েছে। বিধায়কদের পাশাপাশি খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালো পাড়ের শাড়ি ও কালো শাল নিয়ে প্রবেশ করেছেন বিধানসভায়।