জেলা

রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ তাপস রায়ের, জল্পনা তুঙ্গে

রবিবার নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাপস রায়। দলের অনুগত সৈনিক হিসাবে তাঁকে করা হয়েছে তৃণমূলের অন্যতম মুখ্যপাত্র ৷ সেই তাপস রায়ের গলায় হঠাৎ বিষাদের সুর । উত্তর ২৪ পরগনায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বরানগরের বিধায়ক তাপস রায় । যদিও তিনি যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট নয় যে, তিনি দল ছাড়বেন নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন । রবিবার নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাপস রায় বলেন, “দলে কতদিন থাকব সেটা দলকে সময় আসলে জানিয়ে দেব ।” এদিন বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় আরও বলেন, “হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি, তারপর আর রাজনীতিতে থাকব না । গতবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনই বলেছিলাম।” যদিও নিজের বিধানসভা এলাকায় যথেষ্ট জনপ্রিয় তাপস রায়। তাই তাঁর এই বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে থেকেই আওয়াজ ওঠে ‘না না…না না না’। দলীয় কর্মীদের এই প্রতিক্রিয়া উপেক্ষা করে তাপস রায় বলেন,”আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলি তা সাধারণত বদল হয় না । সেক্ষেত্রে আমাকে ধরে রাখা মুশকিল । আর কবে ছাড়ব, সেটা সঠিক সময় দলকে জানিয়ে দেব ।”