দেশ

‘ডিভিশন চাইলেও ভোট ছাড়া অধ্যক্ষ নির্বাচন হয়েছে’, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অধ্যক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার ধ্বনিভোটে ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয় ৷ সেই সময় জেডি(ইউ) সাংসদ লালন সিং-সহ অনেক নেতাই ডিভিশন-এর প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তাতে কর্ণপাত না করে ওম বিড়লাকে সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব ৷ এ নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, “নিয়ম অনুযায়ী সংসদের কোনও সদস্য যদি ডিভিশনের কথা তোলে, তাহলে প্রোটেম স্পিকারকে ডিভিশনের অনুমতি দিতে হবে ৷ লোকসভা ফুটেজে আপনারা পরিষ্কার দেখেছেন এবং শুনেছেন, বিরোধী দলের বহু সদস্য ডিভিশনের কথা তুলেছিলেন ৷”