হাতে বিবেকানন্দের ছবি আর ফুটবল! শাহি সফরের দিনেই কলকাতায় পথে নামল যুব তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়ার দাবিতে মিছিলে হাঁটলেন শশী পাঁজা, সায়নী ঘোষরা। সোশ্যাল মিডিয়াতেও সরব দলের নেতারা। স্রেফ মিছিল নয়, এদিন রাস্তায় ফুটবল খেলতেও দেখা যায় সায়নী ঘোষ ও শশী পাঁজাকে। যুব তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, বিবেকানন্দ কোনওদিন বলেননি, ‘গীতাপাঠ না করে ফুটবল খেল, তিনি কর্মযোগের কথা বলেছেন। যেটা গীতাতেও উল্লেখ করা হয়েছে। বিজেপি সীতা, গীতাকে কাউকেই বাদ দিচ্ছে না। সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে, ভোট পাওয়ার চেষ্টা করছেন’।