আগামীকাল বিকেলেই দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ৷ মমতার এই দিল্লি সফরের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে ২৮ জুলাই বঙ্গভবনে বিরোধী জোটের বৈঠক ৷ যেখানে ২০২৪ লোকসভায় মোদি-শাহ জুটিকে পরাস্ত আগামীকাল রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে ২৮ জুলাই বঙ্গভবনে বিরোধী জোটের বৈঠক ৷ যেখানে ২০২৪ লোকসভায় মোদি-শাহ জুটিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বঙ্গভবনের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তার তালিকা তৈরি করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, বিজেপি বিরোধী জোট তৈরির প্রথম বৈঠকে শরদ পাওয়ার, পি চিদম্বরম, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালদের মতো জাতীয় রাজনীতির প্রথম সারির নেতারা থাকতে পারেন ৷ তৃণমূল সূত্রে খবর, প্রায় একশো জন নেতানেত্রী ২৮ জুলাই-এর বৈঠকে উপস্থিত থাকবেন ৷ তবে, কংগ্রেসের তরফে অন্য কোনও শীর্ষনেতা এই বৈঠকে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ ২৬ জুলাই দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশেষ কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ তবে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার প্রথমসারির নেতা এবং অন্যান্য শীর্ষনেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী ৷ ২৭ জুলাইয়েও তাঁর ঘোষিত কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ ওইদিন তিনি সংসদে যেতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ প্রসঙ্গত, জাতীয় রাজনীতির স্বার্থে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন করা হয়েছে ৷ আর সেই সূত্রে, তিনি সংসদে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ যেখানে সংসদের উভয়কক্ষে বিজেপি সরকারের বিরুদ্ধে চলতি বাদল অধিবেশনে দলীয় সাসংদদের নীতি নিয়ে আলোচনা করতে পারেন ৷