কলকাতা

আগামীকাল প্রতিষ্ঠা দিবসে নজরুল মঞ্চে তৃণমূলের বড় কর্মসূচি

আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। রাজনৈতিক দল হিসাবে এবার ২৫ বছর পূর্ণ করতে চলেছে তৃণমূল। দলের প্রতিষ্ঠা দিবস রাজ্যের সর্বত্র পালন করা হবে জোড়াফুল শিবিরের তরফে। এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের নেতা কর্মীদের কী বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রে খবর, আগামী সোমবার ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলের তরফে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির বহুমুখী দিকগুলি দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী-সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত থাকবেন রাজ্য, জেলা ও ব্লক কমিটির নেতাদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও।