ভোটের দিনে উত্তপ্ত শান্তিপুর। গুলি চলল ১৭৫ নম্বর বুথে। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, ভোট দিয়ে বেরনোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বুথের বাইরে বোমাবাজির অভিযোগও করা হয়েছে তৃণমূলের তরফে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সন্তু বাউল। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুলি-বোমাবাজির ঘটনায় অভিযোগের তির তোলা হয়েছে বিজেপির দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি মৌচাক কলোনির পার্শ্ববর্তী এলাকার সাহা পুকুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে রাজা দেবনাথ নামে এক বিজেপি কর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। তারা তড়িঘড়ি বাড়িতে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যায় তাকে।