দেশ

আজ ভারতের মাটিতে নামবে ৫ রাফাল, সেজে উঠেছে আম্বালা বায়ুসেনা ঘাঁটি

সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা দেয় ৫টি রাফাল বিমান। প্রায় ৭০০০ কিলোমিটার পথ পেরিয়ে আজ, বুধবার দুপুরেই ভারতের মাটি ছোঁবে তারা। নামবে হরিয়ানার আম্বালায়। যোগ দেবে বায়ুসেনায়। পাঁচ ফরাসি রাফাল যুদ্ধবিমানকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য আম্বালা বিমানঘাঁটিতে থাকছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া। আজ সকাল থেকেই আম্বালায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানঘাঁটি সংলগ্ন গ্রাম ধুলকোট, বলদেবনগর, গারনালা ও পঞ্জখোরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা। কোনও রকম ছবি তোলা, ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে। বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না বলে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে আম্বালা জেলা প্রশাসন।