কলকাতা

আজ কলকাতার মেয়র হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন ফিরহাদ হাকিম

আজ কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে আজ শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে এই প্রথম পুরভবনের ভিতরের লনে মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে শপথ নেবেন নবনির্বাচিত মেয়র। সেখানে ৫০০ আসনের ব্যবস্থা থাকবে। আর মূল মঞ্চে ৩০ আসনের ব্যবস্থা করা হচ্ছে। এককথায় শেষ মূহূর্তের প্রস্তুতিতে সাজো সাজো রব কলকাতা পুরসভার অন্দরে। আজ মেয়রের পাশাপাশি চেয়ারপার্সন ও মেয়র পারিষদেরাও শপথ নেবেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায় এবং মেয়র পারিষদ হিসাবে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন ববি, মিতালী বন্দোপাধ্যায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়ও এদিন শপথ নেবেন। সূত্রের খবর, আজ শপথ নেওয়ার পরেই মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হবে। মেয়রের অফিসঘর নতুন করে সাজানো হয়েছে। মেয়র পারিষদদের অফিসঘরগুলিকেও নতুন চেহারা দেওয়া হয়েছে। ওই সমস্ত ঘরের দেওয়ালেও বসেছে নতুন ওয়ালপেপার। আজ মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে কলকাতার সমস্ত বিধায়ক, মন্ত্রী ছাড়াও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিশিষ্ট চিকিৎসকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন।