কলকাতা

আজ উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, জেনে নিন কোন দূরত্বে কত ভাড়া

আজ উদ্বোধন শিয়ালদহ মেট্রোর। ১২৫০ কোটি টাকা ব্যয়ে ফুলবাগান থেকে শিয়ালদহ এক্সটেনশন চালু হতে চলেছে আজ। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করলেও যাত্রী সংখ্যা কম হওয়ায় ব্যাপক লোকসানের মুখে মেট্রো চালাতে হচ্ছিল রেলকে। শিয়ালদহ মেট্রো চালু হলে সল্টলেক অফিসপাড়ার যাত্রীদের ভিড়ে সেই লোকসানের ধাক্কা কাটিয়ে লাভের মুখ দেখবে রেল, এমনটাই মনে করছে তারা।মেট্রোর নয়া এই স্টেশনে থাকছে “স্টেট অফ দ্য আর্ট” মানের সমস্ত পরিষেবা। শুধুমাত্র সল্টলেক সেক্টর ফাইভ নয়, পরবর্তীতে ডালহৌসি এবং হাওড়ার নিত্যযাত্রীদের চাপের কথা মাথায় রেখে জায়গাবহুল এই স্টেশন নির্মাণ করা হয়েছে।

রয়েছে প্রশস্ত করিডোর, ২৭ টি টিকিট কাউন্টার, ৫ টি টোকেন ভেন্ডিং মেশিন, শিয়ালদহ স্টেশনের বাইরের এবং ভিতরের দিকে রাখা হয়েছে প্রশস্ত গেট। শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে কলকাতা মেট্রোর সর্বোচ্চ এসকালেটর। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে শৌচাগারও রাখা হয়েছে এই স্টেশনে।অফিস টাইমে পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। এছাড়া দিনের অন্য সময় কুড়ি মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। ১৪ তারিখ থেকে সকাল আটটার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে সাতটায় প্রথম পরিষেবা চালু হবে। এবং শেষ মেট্রো রাত আটটার পরিবর্তে সাড়ে নটায় দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে। এটি চালু হলে যাত্রী সাধারণের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন মেট্রোর আধিকারিকরা। প্রতিদিন চলবে ১০০ টি মেট্রো।

এক নজরে দেখে নিন শিয়ালদহ থেকে বিভিন্ন স্টেশনের ভাড়া –

ন্যূনতম ভাড়া ১০ টাকা। শিয়ালদহ থেকে ফুলবাগান-১০ টাকা, সল্টলেক স্টেডিয়াম-১০ টাকা, বেঙ্গল কেমিক্যাল- ১০ টাকা, সিটি সেন্টার-২০ টাকা এবং সেক্টর ফাইভ-২০ টাকা।