দেশ

আজ বিহারে শেষ এবং তৃতীয় দফার ভোটগ্রহণ

আজ, শনিবার বিহারে শেষ এবং তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলাফল জানা যাবে ১০ তারিখ । বিহার এবার কার। এদিন ৭৮টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা জানাবেন নিজের মত । মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ । কিন্তু বেলা ১১টা পর্যন্ত ভোটের হার অত্যন্ত ধীর ।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১টা পর্যন্ত ভোট কেন্দ্রে পা পড়েছে মাত্র ১৯ শতাংশ ভোটারের। দুপুর ১টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী আজ বিহারের তৃতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৩৪.৮২ শতাংশ। ভোটের হার দেখে এলজেপি প্রধান চিরাগ পাসোয়ানের আর্জি, বিহারকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দিন নিজের ভোট । অন্যদিকে, পরিবর্তন অপেক্ষা করছে বিহারে। তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই এমন আত্মবিশ্বাসী বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এলজেপি নেতা চিরাগ পাসোয়ানেরও দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন না নীতীশ কুমার।