কলকাতা জেলা

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আজ সাড়ে ৩টে নাগাদ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ। বিকেল ৪টের পর অনলাইনেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbresults.nic.in -সহ একাধিক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। তবে মার্কশিট এখনই দেওয়া হচ্ছে না। তা মিলবে ৩১ জুলাই থেকে। উচ্চ মাধ্যমিকের সবকটি বিষয়ের পরীক্ষা শেষ হয়নি। তাই মেধা তালিকা প্রকাশ করবে না সংসদ। হয়ে যাওয়া পরীক্ষাগুলির মধ্যে প্রার্থী যে বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, সেই নম্বরই বাকি বিষয়গুলির জন্য ধার্য হবে। এই অভিনব পদ্ধতিতে ফল কেমন হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে।