জেলা

সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভ পুরের পতিহলে। একাধিক গাছ পরে বিপত্তি, বাড়ির ওপর পড়ল গাছ। উড়ল বাড়ি ও কারখানার চাল। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর। মাটির দেওয়ালে ধরেছে ফাটল। উপড়ে গিয়েছে একাধিক ইলেকট্রিকের পোস্ট, ভেঙেছে গাছ। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের দাপটে বাড়ির জিনিসপত্র উড়ে গিয়ে কোথায় পড়েছে হদিশ নেই। এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতি দেখেছেন স্থানীয় প্রশাসন। দুর্গতদের ত্রাণ সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই ক্ষয়ক্ষতির হিসেব কষে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।