কলকাতা

পঞ্চায়েত ভোটে মোট মনোনয়ন জমা পড়েছে ২ লক্ষ ৩০ হাজার

আগামী ৮ জুলাই হতে চলা পঞ্চায়েত ভোট উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোট উপলক্ষে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে মোট ২ লাখ ৩০ হাজার। তবে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তরফে ৮২৮০০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী তৃণমূলের। মনোনয়ন দাখিল করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়েছে মোট ৫৫৫০০ আসনে। তৃতীয় অবস্থানে রয়েছে সিপিএম। সিপিএমের তরফে মোট ৪৭৫০০ আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় কংগ্রেসের তরফে মনোনয়ন জমা দেওয়া হয়েছে ১৭১০০ আসনে। অন্যান্যরা মনোনয়ন দিয়েছে ১০২১৮ আসনে।