কলকাতা

রাতের কলকাতায় আক্রান্ত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট, ধৃত ১

 শহর কলকাতায় আক্রান্ত খোদ পুলিস। রাতের শহরে দুষ্কৃতীদের তাণ্ডবের সম্মুখীন হতে হল নাকা চেকিংয়ে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে। পুলিসের বাইকেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তপসিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই সার্জেন্ট। পুলিস সূত্রে খবর, প্রায় ২০ জন দুষ্কৃতী এই হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ছিলেন একজন কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারও। তাঁদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে তপসিয়া থানার পুলিস। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুবাই হাজরা নামে স্থানীয় এক যুবককে এদিন গ্রেপ্তারও করা হয়। সিসিটিভি ফুটজে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।