দেশ

ভাঙা চাকা নিয়ে ট্রেন ছুটল ৩৫ কিমি

ভাঙা চাকা নিয়েই পবন এক্সপ্রেস প্রায় ৩৫ কিলোমিটার ছুটল। পরে আতঙ্কিত রেলযাত্রীরাই চেন টেনে ট্রেনটিকে থামায়। বৈশালীর সোনপুর বিভাগের হাজিপুর-মুজাফফরপুর রেলপথে এই ঘটনাটি ঘটে। যাত্রীদের চেন টানার কারণে ট্রেনটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বলে মত বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, পবন এক্সপ্রেসের এস১১ কোচের একটি চাকার উপরের অংশ ভেঙে গিয়েছিল। ট্রেনটি চলার সময় তাই সেটি থেকে অদ্ভূত আওয়া হচ্ছিল। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে আওয়াজ আরও জোরে বাড়ে। এই আবহে বগির ভেতরে যাত্রীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামায়।