দেশ

রাজস্থানের বুন্দিতে লাইনচ্যুত মালগাড়ি

 মুম্বই মেল দুর্ঘটনার পর ফের লাইনচ্যুত হল ট্রেন ৷ তবে এবার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হল ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুরলা স্টেশনের কাছে ৷ ওই লাইন দিয়ে দিল্লি-মুম্বই ট্রেন চলাচল করে ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ৷ মালগাড়ির যে বগিগুলি লাইন থেকে সরে গিয়েছিল, সেগুলিকে ঠিক করার কাজ চলছে ৷ রেল সূত্রে খবর, এর ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে না ৷ ট্রাফিকে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, ওই পণ্যবাহী ট্রেনটি রাজস্থানের কোটা থেকে দিল্লিতে যাচ্ছিল ৷ বিকেল ৫টা নাগাদ মালগাড়িটি লাইচ্যুত হয় ৷ এর জন্য ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে আশপাশ থেকে বহু লোক ভিড় জমায় ৷ আরপিএফ, কেশোরায়পাটন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ কোটা থেকে রেলের ইঞ্জিনিয়াররা নিজের কাজ শুরু করে দেন ৷