দেশ

ভোররাতে রাজস্থানে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে উলটে গেল ৮টি কোচ

সোমবার সকালে রাজস্থানে সূর্যনগরী এক্সপ্রেসের আটটি কোচ বেলাইন হয়ে গিয়েছে। সূত্রের খবর, সোমবার ভোর ৩টে ২৭মিনিট নাগাদ রাজস্থানের পালির কাছাকাছি সূর্যনগরী এক্সপ্রেসের ৮ টি কোচ বেলাইন হয়ে যায়। ঘটনায় কম বেশি আহত হয়েছেন অনেকেই। প্রত্যেককেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য উত্তর-পশ্চিম রেলওয়ের তরফ থেকে আহত রেল যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়। উত্তর-পশ্চিম রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনার যাবতীয় কারণ খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে আসতে চলেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে ওই ট্রেনে থাকা অন্য যাত্রীরা শুনিয়েছেন ভয়ংকর অভিজ্ঞতা। তাঁরা জানিয়েছেন, মারওয়ার জংশন থেকে ট্রেন ছাড়ার ৫ মিনিটের মধ্যে একটি কম্পনের আওয়াজ পাওয়া যায় এবং তার ২-৩ মিনিটের মধ্যেই ট্রেন দাঁড়িয়ে যায়। দুর্ঘটনাগ্রস্থ কামরার পেছনদিকে থাকা কামরাগুলি থেকে যাত্রীরা নেমে এসে দেখেন, ৮ টি স্লিপার কোচ একেবারে বেলাইন হয়ে গিয়েছে। তবে দুর্ঘটনার কিছু সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। রেলের তরফ থেকে ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। এখনও পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।