জেলা

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেলে আপ-ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

সপ্তাহের ব্যস্ত দিনের শুরুতেই ব্যাহত ট্রেন চলাচল ৷ ব্যান্ডেল-হুগলি স্টেশন ও ব্যান্ডেল-আদিসপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দু’টি লাইনেই ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য বন্ধ ট্রেন চলাচল ৷ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০মিনিটের পর থেকে বন্ধ রয়েছে কাটোয়া ও বর্ধমান শাখার বেশকিছু ট্রেন ৷ ডাউন কাটোয়া লোকাল ৩৭৬১৯ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে, পরের ডাউন ট্রেন ৩৭১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে। এদিকে, হাওড়া-বর্ধমান মেইন লাইনে পরপর ট্রেন না-থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে ভিড়। সূত্রে খবর, আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৷ এদিকে, যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন ও হাঁটা শুরু করেন লাইন বরাবর ৷ আবার কেউ জিটি রোড থেকে সড়ক পথে নিজেদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করেন।