প্রশীক্ষণ চলাকালীন তেলেঙ্গানায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান, নিহত ২
Posted onAuthorবঙ্গনিউজComments Off on প্রশীক্ষণ চলাকালীন তেলেঙ্গানায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান, নিহত ২
প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।
#WATCH | A Pilatus PC 7 Mk II aircraft met with an accident today morning during a routine training sortie from AFA, Hyderabad. Both pilots onboard the aircraft sustained fatal injuries. No damage to any civil life or property has been reported: Indian Air Force officials https://t.co/EbRlfdILfgpic.twitter.com/Eu65ldloo6
আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আন্তর্জাতিক বিমান চালানোর ক্ষেত্রে বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার ৷ জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক রুটে 15 শতাংশ বড় বিমান (ওয়াইড-বডি) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের কার্যক্ষেত্রে স্থিতাবস্থা, উন্নত ব্যবস্থা এবং যাত্রীদের অসুবিধা কমানোর জন্যই নেওয়া হয়েছে ৷ সাম্প্রতিক সময়ে পরিচালনায় ত্রুটির কথা স্বীকার […]
অবশেষে জল্পনার অবসান । কংগ্রেসে যোগ দিচ্ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর । মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এই ঘোষণা করেছেন পিকে। টুইটে তিনি লিখেছেন, “কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটে তাদের হয়ে দায়িত্ব নেওয়ার যে প্রস্তাব কংগ্রেসের তরফে আমাকে দেওয়া হয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করছি ।” পাশাপাশি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েননি পিকে । […]
নাকু-লায় ভারত ও চিনের সেনার মধ্যে ফের হাতাহাতি হয়েছে। আর তাতে ২০ জন চিনা সেনা গুরুতর আহত বলেও জানা গিয়েছে। এদিকে, ভারতীয় সেনার ৪ জন জওয়ানও আহত। আপাতত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। তবে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনা সেনার দিকে তারা এখনও নজর রেখেছে। এর পরও তারা কোনওরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করলে একইভাবে […]