তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বদল করা হল। জেলাগুলি হল হুগলি, পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুর। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভ্রাংশু চক্রবর্তীকে সরিয়ে আনা হয়েছে স্বাস্থ্যভবনে। তাঁকে উপ স্বাস্থ্য অধিকর্তার (পরিবার কল্যাণ) পদে আনা হয়েছে। অন্যদিকে, উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কার্তিকচন্দ্র মণ্ডলকে স্বাস্থ্যভবনে উপ স্বাস্থ্য অধিকর্তার (রক্ত নিরাপত্তা) দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশ্বিনী মাজিকে উপ স্বাস্থ্য অধিকর্তা (স্টেট ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স) করা হয়েছে। ফলস্বরূপ উপ স্বাস্থ্য অধিকর্তা এবং যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।