কলকাতা ভাইরাল

‘আমেরিকাতেও এমআর বাঙুর হাসপাতালের মতো চিকিত্‍সা পাওয়া যাবে না’

কলকাতাঃ রাজ্যে করোনা মোকাবিলায় বেলেঘাটা আইডি হাসপাতালের পর কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল এমআর বাঙুর হাসপাতালকে । যদিও ওয়ার্ডে রোগীদের পাশে মৃতদেহ পড়ে থাকার ভিডিয়ো প্রকাশ করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে যারা এমআর বাঙুরে ভর্তি ছিলেন সেই করোনা থেকে মুক্ত হওয়া রোগীদের মত ভিন্ন। তাঁদের দাবি, এমআর বাঙুরের চিকিত্‍সা বিদেশকেও হার মানাবে। আর রোগীদের এই দাবি আশার আলোও জাগাতে পারে। রাজ্য স্বাস্থ্য দপ্তর টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। তাতে করোনা মুক্ত হওয়া এক ব্যক্তি বলেন, “আমি বালিগঞ্জ সার্কুলার রোড থেকে এসেছি। হঠাত্‍ করেই জ্বর ধরা পড়ল। টেস্ট করাতেই জানা গেল করোনা হয়েছে। এরপর আমাকে এমআর বাঙুরে পাঠানো হয়। জীবনে প্রথম আমি সরকারি হাসপাতালে এলাম। সত্যিই ভাবতে পারিনি এখানে এমন পরিষেবা রয়েছে। আমার ভাগনা-ভাগনিরা অ্যামেরিকা থেকে খোঁজ নিচ্ছে। আমি ওদেরও বলব, অ্যামেরিকাতেও এই পরিষেবা পাওয়া যাবে না। জানেন তো আমেরিকার অবস্থা।’ সেইসঙ্গে ওই ব্যক্তি আরও বলেন, “আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি। অবিশ্বাস্য পরিষেবা। এত পরিষ্কার ও পরিচ্ছন্ন হাসপাতাল। আমি আশাই করিনি।”