তৃণমূল বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিআইডি। তাতেই মূল ষড়যন্ত্রকারী হিসাবে নাম রয়েছে মুকুল রায়ের। তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০ বি ধারায় অভিযুক্ত করা হয়েছে। সরকারি আইনজীবী প্রদীপকুমার প্রামাণিক জানিয়েছেন, সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দেহভাজন ছিলেন মুকুল রায়। তদন্ত চলছিল। সেই তদন্তের ভিত্তিতেই মুকুল রায়ের নাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে রাখা হয়েছে। যদিও মুকুল রায়ের আইনজীবীর দাবি, ষড়যন্ত্র চলছে। মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁকে।