দেশ

আগরতলা পৌঁছেই মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন

আজ সকালেই আগরতলা পৌঁছে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন। বুধবরাই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডেরেক আগরতলা যাচ্ছেন। আর আগরতলায় পৌঁছে বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর কথায়, ‘‌নরেন্দ্র মোদি এবং অমিত শাহরা শুধু ভয় দেখাতে জানেন। সমালোচনা করতে পারেন। তবে আমরা এগিয়ে যাবই।’‌ এদিকে জানা গেছে, বৃহস্পতিবার ত্রিপুরা যাওয়ার কথা থাকলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচিতে কিছু বদল হয়েছে। আগামী শুক্রবার দুপুরের বিমানে দিল্লি থেকে ত্রিপুরা পৌঁছতে পারেন তিনি। কয়েকদিন আগেই ত্রিপুরা যান ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের প্রতিনিধিরা। সমীক্ষার কাজে তাঁরা ত্রিপুরা গিয়েছিলেন। এরপর তাঁদের আগরতলার একটি হোটেলে বন্দি করে রাখা হয়। অভিযোগ, আইপ্যাকের প্রতিনিধিরা কোভিডবিধি লঙ্ঘন করেছেন। যদিও, পিকের দলের প্রতিনিধিদের বুধবারই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করেছে ত্রিপুরার প্রশাসন। যা নিয়ে সরব খোদ মমতা ব্যানার্জি। তাঁর বক্তব্য, ত্রিপুরায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বুধবার বাংলার দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত ব্যানার্জি ত্রিপুরা যান। বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তৃণমূল প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদও করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ।