জেলা

হলদিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

হলদিয়ায় ভোট পর্ব মিটতেই তৃণমূল কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম বিকাশ মাজি। জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ হলদিয়া পুরসভার ১২নম্বর ওয়ার্ডে স্থানীয় প্রাইমারি স্কুলের কাছে রাস্তার উপর ফেলে তাঁকে মারধর করে বিজেপির নেতা কর্মীরা। তাঁর বুকে লাথি মারা হয়। কিল চড় ঘুসির পাশাপাশি ইট দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ।  বিকাশবাবু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। রাতে তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ১২নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিমল মাজির অভিযোগ, এলাকায় বিজেপি নেতা শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী বিকাশকে মারধর করে। ভোটের শেষে এদিন ভোটকেন্দ্র থেকে ইভিএম চলে যাওয়ার পর কোনও প্ররোচনা ছাড়াই হঠাৎ এই ঘটনা ঘটে। ওই সময় তৃণমূলের একজন পোলিং এজেন্টকে বাড়ি পৌঁছে দিতে যান তিনি। চিকিৎসকরা জানান, বিকাশের বুকে প্রচণ্ড আঘাত লেগেছে। তিনি শ্বাস নিতে পারছেন না। তৃণমূলের অভিযোগ, দুর্গাচক থানার পুলিস বিকাশকে মারধরের অভিযোগ নিতে চাইছে না। রাত ২টো পর্যন্ত তাঁর স্ত্রীকে থানায় বসিয়ে রাখা হয়।