দেশ

আগরতলায় অভিষেকের মিছিলে নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরা পুলিশের

 আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেকের মিছিলে নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের প্রশাসনের তরফে বলা হয়েছে ওইদিন একই রুটে একই সময়ে অন্য একটি রাজনৈতিক দলের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতিতে কোনও পদযাত্রা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তাই অভিষেক ব্যানার্জির মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কর্মীরা ওইদিন নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানাচ্ছে ত্রিপুরা পুলিশ। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘‌অভিষেক ব্যানার্জিকে ভয় পাচ্ছে বিজেপি। বাংলা এবং ত্রিপুরা ২ রাজ্যেই অভিষেক ব্যানার্জিকে ভয় পাচ্ছে বিজেপি নেতারা। সর্বভারতীয় ক্ষেত্রেও অভিষেক ব্যানার্জিকে ভয় পাচ্ছে দিল্লির বিজেপি নেতারা। বাংলার মানুষের মতো ত্রিপুরার মানুষও যোগ্য জবাব দেবে বিজেপিকে।’‌ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‌প্রতিদিন কোভিড বিধি ভেঙে কর্মসূচি পালন করছে বিজেপি। বিজেপির মুখে তাই কোভিড বিধির কথা মানায় না। ইচ্ছাকৃতভাবে তৃণমূলের মিছিলের অনুমতি দিচ্ছে না ত্রিপুরার প্রশাসন।’‌