দেশ

ত্রিপুরায় যেখানে আক্রান্ত সেই আমবাসায় দলীয় কার্যালয় খুলল তৃণমূল, একদিনে যোগ দিল ৪০টি পরিবার

ত্রিপুরায় তৃণমূলের বড় সাফল্য। আমবাসায় প্রথম পার্টি অফিস তৈরী হল তৃণমূলের। কিছুদিন আগেই এই আমবাসাতেই তৃণমূলের তৃণমূলের উপরে আক্রমণের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অগাস্ট মাসে ত্রিপুরার আমবাসাতেই বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। তাদের গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে ধর্মনগরে যান তারা। রাস্তাতেই অতর্কিতে তাদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। লাঠি, রড, ইঁট নিয়ে আক্রমণ করা হয় তাদের। ইঁটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা এবং তারপরেই পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন তারা। মঙ্গলবার সেই আমবাসাতেই বড় সাফল্য পেল তৃণমূল। প্রথমবার আম্বাসায় তাদের পার্টি অফিস উদ্বোধন হল মঙ্গলবার। শুধু পার্টি অফিস উদ্বোধনই নয় তৃণমূলের সমর্থন বৃদ্ধিতেও বড় প্রভাব আছে এর। আজ প্রায় ৪০টি পরিবার যোগ দিল তৃণমূলে।