দেশ

নয়া সংসদ থেকে সুড়ঙ্গ পথে বাড়িতে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী

দিল্লির নয়া সংসদ ভবনে সুড়ঙ্গ কেটে নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির মতো ভিভিআইপি-র প্রবেশ ও প্রস্থানপথ আরও নিশ্ছিদ্র করা হচ্ছে । তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই, প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির নয়া বাসভবন থেকে সংসদে যাওয়ার জন্য ভূতলে হচ্ছে সুড়ঙ্গ । সেই সুড়ঙ্গপথ ধরেই বাসভবন থেকে সংসদে প্রবেশ ও সেখান থেকে প্রস্থান করবেন প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি । শুধু তাই নয়, এই সুড়ঙ্গপথেই একে-অপরের সঙ্গে জুড়ে থাকবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন এবং মন্ত্রীদের চেম্বার । কোনওরকম জটিল পরিস্থিতি তৈরি হলে খুব সহজেই বিনা বাধায় এই সুড়ঙ্গপথে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ভিভিআইপি-দের। সেন্ট্রাল ভিস্তা রিডেভলপমেন্ট প্ল্যান অনুযায়ী, সাউথ ব্লকে হতে চলেছে নয়া প্রধানমন্ত্রীর দফতর ও তাঁর বাসভবন এবং নর্থ ব্লকে হবে উপরাষ্ট্রপতির নয়া বাসভবন । সংসদ সংলগ্ন পরিবহণ ও শ্রমশক্তি ভবনে হবে মন্ত্রীদের চেম্বার। সূত্রের খবর, শুধুমাত্র পদাধিকারী ব্যক্তিরাই ওই সুড়ঙ্গপথে যাতায়াত করতে পারবেন। তবে রাষ্ট্রপতিভবনকে সুড়ঙ্গ পথে জোড়ার কথা এখনই ভাবা হচ্ছে না। কারণ রাষ্ট্রপতিকে ঘনঘন সংসদে যেতে হয় না। আর রাষ্ট্রপতিভবনের দূরত্বও বেশ খানিকটা বেশি।