গতকাল ভোররাতে তুরস্ক- সিরিয়ায় প্রবল কম্পনের পর ধ্বংসস্তূপের ছবি দেখে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করেছিলেন, এটিই শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প৷ যত সময় যাচ্ছে, সেই আশঙ্কাকে সত্যি করেই বাড়ছে মৃতের সংখ্যা৷ দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই চার হাজার ছাড়িয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংখ্যার আশঙ্কা, ভয়াল ভূমিকম্পের জেরে তুরস্ক এবং সিরিয়ায় মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে৷ বিশ্ব স্বাস্থ্য সংখ্যার এই আশঙ্কাকে একেবারে অমূলক বলা চলে না৷ কারণ ভূমিকম্পের পর কমবেশি চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধারকাজের অনেকটাই বাকি৷ কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘর, বাড়ি, বহুতল ভেঙে তৈরি হওয়া ধ্বংসস্তূপের নীচে এখনও অসংখ্য মানুষ চাপা পড়ে রয়েছেন৷ যত সময় যাচ্ছে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও কমছে৷