দেশ

কর্ণাটকের প্রাইভেট হোস্টেলে খাবার খাওয়ার পরই বমি, ব্যথা, হাসপাতালে ভর্তি ১৩৭জন পড়ুয়া

রাতের খাবার খাওয়ার পরই বিপত্তি। একইসঙ্গে অসুস্থ একশো জনেরও বেশি পড়ুয়া। সোমবার কর্ণাটকের মেঙ্গালুরুর শক্তিনগরের একটি প্রাইভেট হোস্টেলে কমপক্ষে ১৩৭ জন নার্সিং ও প্যারামেডিক্যাল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। খাদ্যে কোনওরকম বিষক্রিয়ার কারণেই তাঁরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বলেই অনুমান চিকিৎসকদের। গতকাল রাতেই তাঁদের মেঙ্গালুরুর কয়েকটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। জানা গিয়েছে, গতকাল রাত ২ টো নাগাদ ওই হোস্টেলের পড়ুয়াদের হঠাৎ করেই পেটে ব্যথা, বমি, শুরু হয়ে যায়। তারপরই তাঁদের তড়িঘড়ি বেসরকারি হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। তবে কী থেকে এই কাণ্ড ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কোনও কিছু থেকে খাদ্যে বিষক্রিয়ার কারণেই একইসঙ্গে এই শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তবে সকলেই বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর।