জেলা

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে ভগবানগোলা থানার পুলিশ বটতলা এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় 21 লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম সুরাজচন্দ্র স্বর্ণকার । তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, সোনার বিস্কুট বিক্রি করে ওই ব্যক্তি এই টাকা পেয়েছে ৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বিকেলে বিক্রি হওয়া সোনার বিস্কুট-সহ শফিউল্লা শেখকে গ্রেফতার করে পুলিশ । শফিউল্লা শেখের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪৯ গ্রাম সোনা । বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজারমূল্য ২২ লক্ষ টাকা বলে দাবি পুলিশের । বুধবার সকালে ধৃত দুই ব্যক্তিকে লালবাগ আদালতে পাঠায় ভগবানগোলা থানার পুলিশ ।