এবার লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের গাফিলতির ছবি আবারও প্রকাশ্যে। ট্রেনটি জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার এগোতেই দুটি কামরার চাকা বেলাইন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় কোন বিপদ ঘটেনি। তবে এই ঘটনায় ফের রেলের অপদার্থতা সামনে এলো।সূত্রের খবর মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:৫০ মিনিট নাগাদ ট্র্যাক থেকে সরে যায়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদি এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা বলছেন প্রতি মাসে একটা করে রেল দুর্ঘটনা ‘অপদার্থ’ ভারতীয় রেলের আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই কেন্দ্রের অধীনস্থ এই সংস্থার। যত দিন যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে রেল দুর্ঘটনা বেড়েই চলেছে। এদিন নেহাত ট্রেনের গতি কম ছিল তাই বড় কিছু ঘটেনি। তবে বারবার কেন ট্রেন লাইনচ্যুত হচ্ছে তার সঠিক তদন্ত প্রয়োজন।