কলকাতা

আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু-জনের। দুই ব্যক্তিই একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী বলে জানা গেছে । ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক কর্মীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে । লকডাউনের মাঝেই একটি বিজ্ঞাপন সংস্থা তাদের বিলবোর্ড লাগানোর কাজ করছিল । চিড়িয়াখানায় যেখানে হাতি থাকে তার ঠিক উলটো দিকে সেই বোর্ড লাগানোর কাজ করছিলেন কয়েকজন । এমনিতেই সকাল থেকে বৃষ্টি চলছে । তার মাঝে বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা ৷ ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয় । আরও একজন গুরুতর জখম হন ।