জেলা

প্রায় ৪৫ ঘণ্টা উদ্ধার ডায়মন্ড হারবার জেটি ঘাটে তলিয়ে যাওয়া দুই শিশুর দেহ

রবিবার ডায়মন্ড হারবার জেটি ঘাটে তলিয়ে গিয়েছিল ২ শিশু কন্যা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটাতে হলদি ও হুগলি নদীর সংযোগস্থল থেকে মৎস্যজীবীরা ওই দুই নাবালিকার দেহ উদ্ধার করেন। এরপর মৎস্যজীবীরা ডায়মন্ড হারবার থানায় খবর দেন। পুলিশ এসে দুই নাবালিকার দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়।  তপসিয়া পঞ্চাননতলার বাসিন্দা জাকির হোসেন তাঁর ২ শিশু কন্যা এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছিলেন ডায়মন্ড হারবারে। রবিবার সন্ধ্যায় কুকড়াহাটি থেকে ভেসেলে করে তাঁরা রওনা দিয়েছিলেন ডায়মন্ডহারবার জেটি ঘাটের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেল পৌঁছালে সেখানেই ঘটে বিপত্তি। ওই ভেসেলটি যেখানে নোঙর করা হয় তার সামনে রাখা ছিল আরেকটি ভেসেল। তার ফলেই ঘটে গিয়েছিল চরম দুর্ঘটনা জাকির হোসেন যে ভেসেলে ছিলেন সেখানে যাত্রী সংখ্যা ছিল ১০। জাকিরের ২ মেয়ে আতিফা পারভিন ও সীতারা নাজ ছিল ওই জেটিতেই। তাঁর ভেসেল থেকে নামার সময় বুঝতে পারেনি ভেসেলের মাঝে ফাঁক রয়েছে। দুই নাবালিকা সেখান দিয়ে নামতে গেলে ভেসেলের ফাঁক দিয়ে তারা নদীতে পড়ে যায়।  রবিবার রাত থেকে তল্লাশি শুরু করেছিল ডায়মন্ড হারবার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও দুই শিশুকন্যার কোনও হদিশ পাওয়া যায়নি। প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার মৎস্যজীবীদের জালে উদ্ধার হয় ওই দুই শিশুকন্যার দেহ। মৎস্যজীবীদের তরফ থেকে ডায়মন্ড হারবার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা দেহ উদ্ধারের করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।