ভাইরাল

মধ্যপ্রদেশে জীবন্ত অবস্থায় ২ মহিলাকে মাটিতে পুঁতে দেওয়ার ভয়াবহ কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আস্তেই সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন

রাস্তা নির্মাণ নিয়ে শুরু হয় বিরোধ। যে জমিতে রাস্তা নির্মাণ হচ্ছিল, সেটি লিজ নেওয়া জমি বলে দাবি করে, রাস্তা নির্মাণের বিরোধিতা করেন দুই মহিলা। এরপর, ট্রাকে আসা নুড়ি ওই প্রতিবাদরত মহিলাদের উপর ঢেলে দেওয়া হয়। তাদের জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হয়। পরে তাঁদের জীবন্ত অবস্থায় অর্ধেক পুঁতে ফেলতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিয়ো সামনে আসে। খবর প্রকাশিত হয়েছে মিডিয়ায়। তারপরই পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের তরফে, মধ্যপ্রদেশে দুই মহিলাকে জীবন্ত অবস্থায় অর্ধেকাংশ মাটিতে পুঁতে দেওয়ার কাণ্ডে মহিলা কমিশন গর্জে উঠেছে। জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় স্বতঃ প্রণোদিত পদক্ষেপ করেছে। ঘটনা মধ্যপ্রদেশের হিনৌতার। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়া জেলার হিনৌতা গ্রামে রাস্তা তৈরি ঘিরে জমি বিবাদ সামনে আসে। রাস্তা তৈরির প্রতিবাদ করেন দুই মহিলা। মমতা পান্ডে ও আশা পান্ডে এই প্রতিবাদে নামেন। সেখানে দাঁড়ানো ছিল নুড়ি পাথর নিয়ে আসা ট্রাক। প্রতিবাদরত মহিলদের ওপর ঢেলে দেওয়া হয় নুড়ি। তাঁদের জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হয়।  মঙ্গওয়া পুলিশ স্টেশনের আওতায় এই ঘটনা ঘটে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। জানা গিয়েছে, স্থানীয় এক দাপুটে কোনও প্রভাবশালী ব্যক্তির নির্দেশে ওই মহিলাদের এভাবে জীবন্ত পুঁতে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, তারা এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যের ডিজিপিকে চিঠি পাঠিয়েছে কমিশন। এই চিঠি গিয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার তরফে। জানা গিয়েছে, একটি এটিআর খুব শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে। আপাতত মধ্যপ্রদেশের ডিজিপির থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে এই মামলায়। মধ্য প্রদেশের এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন ঘটনায় পুলিশের কাছে ৩ দিনে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।