জেলা

বালুরঘাটে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই পাচারকারী

ব্রাউন সুগার-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। তারা দু’জনেই মালদহের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ৫ লক্ষ টাকা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাজিফুল শেখ (৪০) ও সুনীল কুণ্ডু (৪১)। তাদের বাড়ি মালদহ জেলার কালিয়াচক ও গাজলে। শুক্রবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। এই পাচারের ব্যাপারে লিঙ্কম্যান কে রয়েছে তার হদিস পেতে ধৃতদের নিজেদের হেফাজতের নেওয়ার জন্য আদালতে কাছে আবেদন করা হবে। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন বৃহস্পতিবার দুপুরে মোটরবাইক করে বালুরঘাট শহরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই এলাকায় মোতায়েন করা ছিল বালুরঘাট থানার পুলিশ। সন্দেহভাজনরা ওই এলাকায় আসতে তাদের থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে মোট দু’টি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করা হয় যার ওজন ৫০০ গ্রাম। এ ছাড়াও তাদের কাছ থেকে এক প্যাকেট টেম্পার পাউডারও উদ্ধার করেছে পুলিশ। তারা যে মোটর বাইকে চড়ে আসছিল সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।